সিরিয়ায় বিমান হামলায় নুসরা ফ্রন্ট প্রধান নিহত

সিরিয়ায় সরকারি বাহিনীর চালানো বিমান হামলায় আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী নুসরা ফ্রন্টের প্রধান আবু হাম্মাম আল-শামি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2015, 11:46 AM
Updated : 6 March 2015, 11:46 AM

বৃহস্পতিবার ইদলিব প্রদেশের নুসরা ফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠকের সময় বিস্ফোরণে নিহত হন আল-শামি। তবে ওই হামলায় শামি ছাড়াও সংগঠনটির আরও তিন নেতা আবু মুসাব ফালাসতিনি, আবু ওমর কুর্দি ও আবু বারা আনসারি নিহত হয়েছেন বলে জানিয়েছে এ ফ্রন্টেরই কয়েকটি সূত্র।
 
আল-শামি নুসরা ফ্রন্টের প্রধান সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সালকিন শহরে বৈঠকের সময় তার ওপর হামলা চালায় সিরিয়া বাহিনী। 
 
হামলার বিস্তারিত তথ্য পরিষ্কার যানা যায়নি। সিরিয়ার বার্তা সংস্থা  এ অভিযানকে সিরিয়ার সেনাবাহিনীর একটি সফল অভিযান বলে বর্ণনা করেছে। তবে তার নিহত হওয়া সম্পর্কে পরষ্পরবিরোধী খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
 
ওদিকে. জঙ্গি কয়েকটি সূত্র প্রাথমিক খবরে মার্কিন নেতৃত্বাধীনহিনীর জোট বা বিমান হামলায় আবু হাম্মাম নিহত হওয়ার কথা জানালেও জোট বাহিনীর মুখপাত্র গত ২৪ ঘন্টায় ওই প্রদেশে কোনো বিমান হামলা চালানো হয়নি বলে জানান।