ওবামার বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 04:37 PM
Updated : 3 March 2015, 04:37 PM

ওবামা যা বলেছেন তা হুমকিপূর্ণ এবং এটি মেনে নেয়া যায় না।

সোমবার ওবামা এক বক্তৃতায় বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে একটি সার্বিক ও চূড়ান্ত চুক্তি সই করতে হলে ইরানকে অন্তত এক দশকের জন্য তার সব পরমাণু কর্মসূচি স্থগিত রাখতে হবে।

এর প্রতিক্রিয়ায় জারিফ মঙ্গলবার সুইজারল্যান্ডের মন্ট্রিক্সে বলেছেন, ওবামার এ বক্তব্য পাশ্চাত্যের সঙ্গে ইরানের চলমান পরমাণু আলোচনার পরিপন্থি।