মশার কামড় থেকে সোয়াইন ফ্লু হয়: মমতা

ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, সোয়াইন ফ্লু বেশিরভাগই ঘটে মশার কামড় থেকে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2015, 04:52 PM
Updated : 19 Feb 2015, 04:52 PM

ভারতে সোয়াইন ফ্লু ’র বিস্তার ঠেকানোর আপ্রাণ চেষ্টা চলার মাঝে একথা বলে চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদেরকে হতদ্যম করেছেন মমতা ।

চিকিৎসকরা বলছেন, সোয়াইন ফ্লু মূল মূলত সংক্রমিত হয় শুকর থেকে। মানুষ থেকে মানুষেও এ রোগ দ্রুত ছড়ায়। রোগটি ছড়ানোর একটি বড় কারণ হচ্ছে সচেতনতার অভাব, বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার এক প্রেস কনফারেন্সে মমতা ব্যানার্জি বলেন, “সোয়াইন ফ্লুয়ের জন্য আমরা সব ব্যবস্থা নিচ্ছি। আমরা এমনকি পৃথক বিছানাও প্রস্তুত রেখেছি।”

আজকাল বিশ্বের বিভিন্ন দেশে মানুষের অবাধ যাতায়াতের কথা উল্লেখ করে তিনি বলেন, “এ রোগ বেশিরভাগই মশার কামড় এবং আরো অন্যান্য কারণে ঘটে থাকে। রোগটি সারানো আমার পক্ষে সম্ভব না। তবে ভালভাবে এর চিকিৎসা করা মানবিকতার দৃষ্টিকোণ থেকে আমাদের কর্তব্য।”

ভারতে এ পর্যন্ত সোয়াইন ফ্লুতে মারা গেছে ৬৭০ জনেরও বেশি মানুষ। সংক্রমিত হয়েছে আরো অন্তত ১০ হাজার মানুষ।

রাজস্থানে মারা গেছে ১৯১ জন, গুজরাটে ১৫৫ জন, মধ্যপ্রদেশে ৯০ জন এবং সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্যগুলোতে মারা গেছে আরো তিনজন।