বেকারত্বের কারণে আত্মহত্যা করে ২০ শতাংশ মানুষ

বছরে ৫ জনে একজন মানুষ বেকারত্বের কারণে আত্মহত্যা করে। ২০০০ সাল থেকে ২০১১ সালের মধ্যে ৬৩ টি দেশ থেকে প্রাপ্ত উপাত্ত সম্বলিত এক গবেষণায় একথা বলা হয়েছে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2015, 04:29 PM
Updated : 11 Feb 2015, 04:29 PM

দেশগুলো চারটি অঞ্চলে বিভক্ত: উত্তর ও দক্ষিণ আমেরিকা, উত্তর ও পশ্চিম ইউরোপ, দক্ষিণ এবং পূর্ব ইউরোপ এবং অ-আমেরিকান এবং অ-ইউরোপীয়। ভারত এবং চীন থেকে কোনো উপাত্ত পাওয়া যায়নি।

জুরিখ বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক কার্লোস নর্ড বলেছেন, “দেশ বিশেষে বিভিন্ন তথ্য পাওয়া গেলেও আমরা ৪ টি অঞ্চলেই বেকারত্বের সঙ্গে আত্মহত্যার হারের একইরকম জোরাল সম্পর্ক খুঁজে পেয়েছি।”

গবেষণায় দেখা গেছে, বেকারত্বের হারের তারতম্যের সঙ্গে সঙ্গে এর প্রভাব পড়েছে ছেলে এবং মেয়েসহ বিভিন্ন বয়সের মানুষের ওপর।

কার্লোস আরো বলেন, “২০০৮ সালের সঙ্কটপূর্ণ বছরের পর স্বল্পমেয়াদে আত্মহত্যার সংখ্যা ৫ হাজার পর্যন্ত বেড়ে গিয়েছিল।”

অন্যান্য গবেষণাতেও এ পরিসংখ্যানই অনুমান করা হয়েছে। এমনই আরেকটি পরিসংখ্যানে দেখা গেছে, ওই বছর বেকারত্বের কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে প্রায় ৪৬ হাজার টি।