মিশরে হামাসের সশস্ত্র অংশ নিষিদ্ধ

ফিলিস্তিনের সংগঠন হামাসের সশস্ত্র অংশকে নিষিদ্ধ ঘোষণা করেছে মিশরের একটি আদালত। সেই সঙ্গে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভূক্ত করা হয়েছে।

>>রয়টার্স
Published : 31 Jan 2015, 01:25 PM
Updated : 31 Jan 2015, 01:25 PM

মিশরের নিষিদ্ধ ঘোষিত দল মুসলিম ব্রাদারহুডের একটি শাখা হামাস।

কায়রোর বিশেষ আদালতের বিচারক বলেন, “আদালত কাসাম ব্রিগেডসকে নিষিদ্ধ ঘোষণা করছে এবং হামাসকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভূক্ত করছে।”

মিশরের কর্মকর্তাদের দাবি হামাস নিয়ন্ত্রিত গাজা স্ট্রিপ থেকে মিশরে অস্ত্র পাচার করা হয়। পশ্চিমা সমর্থিত মিশরের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে লড়াইয়ে বিদ্রোহীরা ওই অস্ত্র ব্যবহার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল