নিষেধাজ্ঞা বিল নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্রের নতুন আইন ‘দীর্ঘদিনের জন্য’ দুই দেশের সম্পর্কের অবনতি ঘটাতে পারে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2014, 04:07 PM
Updated : 19 Dec 2014, 04:34 PM

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে ফোনালাপে এ ‘হুঁশিয়ারি’ দেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এবং সেইসঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়ে যাওয়ায় রাশিয়ার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্চে ক্রিমিয়া দখল করে রাশিয়া। এজন্য ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর বিভিন্ন অর্থনৈতিক প্রতিবন্ধকতা আরোপ করেছে।

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আইন অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট বরাক ওবামা চাইলে রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন।

সেইসঙ্গে ওবামা চাইলে ইউক্রেইনে প্রাণঘাতী বা অ-প্রাণঘাতী সামরিক সরঞ্জামও পাঠাতে পারেন।
যদিও এ আইনের আওতায় রাশিয়ার বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেননি ওবামা।

এর আগে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন এমন কিছু ব্যবস্থা গ্রহণ করেছে যার ফলে ক্রিমিয়ায় ইউরোপ থেকে কোন বিনিয়োগ হবে না।