ইসরায়েলি বাহিনীর গুলিতে যুক্তরাষ্ট্রের কিশোর নিহত

ফিলিস্তিনের রামাল্লা শহরের পাশের এক গ্রামে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি বংশোদ্ভূত এক মার্কিন কিশোর নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 25 Oct 2014, 07:04 AM
Updated : 25 Oct 2014, 07:04 AM

এক বিবৃতিতে শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়ে দ্রুত স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওই দিন জুমার নামাজের পর রামাল্লার উত্তরের সিলবাদ গ্রামে ১৪ বছর বয়সী ওরবাহ হামাদ মাথার গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি এ ঘটনার “দ্রুত ও স্বচ্ছ তদন্তের” আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, “২৪ অক্টোবর, সিলবাদে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় যুক্তরাষ্ট্রের কিশোর নাগরিক নিহত হওয়ার ঘটনায় তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে যুক্তরাষ্ট্র।”

তিনি আরো বলেন, “ঘটনার তদন্তে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও ঘনিষ্ঠভাবে জড়িত থাকবেন।”

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “সিলবাদের পাশের প্রধান সড়কে এক ফিলিস্তিনি তাদের দিকে মলোটোভ ককটেল নিক্ষেপ করে হামলা চালানোর সময় তারা তা প্রতিরোধ করতে সক্ষম হন। এ সময় গুলিবর্ষণ করা হলে একজন গুলিবিদ্ধ হয়।”

এই গুলিবর্ষণের ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

পশ্চিম তীরের সিলবাদের উত্তরের ওই রাস্তায় ইসরায়েলি এক চালকের গাড়ি চাপায় ইনাস শওকত নামের পাঁচ বছরের এক বালিকা নিহত হলে ওই এলাকার ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কিন্তু ইসরায়েলি তদন্তকারীরা ওই গাড়িচাপার ঘটনাকে দুর্ঘটনা বলে চিহ্নিত করে চালককে গ্রেপ্তার না করায় উত্তেজিত ফিলিস্তিনিরা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে।