ইয়েমেনে শিয়া-সুন্নি দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কা

ইয়েমেনে শিয়া ও সুন্নিদের মধ্যে নতুন করে সংঘর্ষ দেশটিতে জাতিগত দাঙ্গা শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

>>রয়টার্স
Published : 18 Oct 2014, 03:57 PM
Updated : 18 Oct 2014, 03:57 PM

শনিবার দেশটির মধ্যাঞ্চল আইবিবি প্রদেশের ইয়ারিম শহরে শিয়া হাউসি যোদ্ধা ও সুন্নি মুসলিমদের দল ইসলাহ এর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এর আগে শুক্রবার আইবিবি প্রদেশে সুন্নি আদিবাসী ও হাউসি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছিলো।

স্থানীয়রা জানান, শনিবার ভোরের দিকে ইয়ারিমে হাউসিদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে চারজনকে হত্যা করা হয়। হাউসিরাও ইসলাহের কর্মকর্তা আলি বিদেইরের বাড়িতে আক্রমণ করে।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানান, ইয়ারিমের প্রধান সড়কের এখানে ওখানে উভয় পক্ষের ডজনখানের বেশি যোদ্ধার মৃতদেহ তারা পড়ে থাকতে দেখেছেন।

আইবিবির স্থানীয় একজন কর্মকর্তা বলেন, “হাউসি যোদ্ধা ও ইসলাহ এর সমর্থকদের মধ্যে সেখানে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি খুবই উদ্বেগজনক।”

গত মাসে ইয়েমেনে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে হউসি শিয়ারা। ২১ সেপ্টেম্বর থেকে তারা রাজধানী সানা অবরুদ্ধ করে রেখেছে।

প্রেসিডেন্ট আবদু রাব্বু মনসুর হাদির প্রশাসন তাদের বিরুদ্ধে তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।