মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বোমা, নিহত ৪

মিশরের পররাষ্ট্র মন্ত্রাণালয়ের কাছে একটি বোমা বিস্ফোরণে অন্তত দুই জন পুলিশ সদস্যসহ বেসামরিক মানুষ নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 02:22 PM
Updated : 21 Sept 2014, 02:36 PM

রোববার কায়রোর নিল নদের কাছে একটি জনাকীর্ণ রাস্তায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা ধোঁয়া উঠতে দেখেছেন। এখন পর্যন্ত বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।

বোমাটি একটি গাছের নীচে পুতে রাখা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে। মিশরের সংবাদ সংস্থা মেনা জানিয়েছে, প্রাথমিক খবর অনুযায়ী, এ ঘটনায় দুইজন পুলিশ ও দুই জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।

বিস্ফোরণের পর নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং সেখানে আর কোন বোমা আছে কিনা সেটা খুঁজে দেখছে।

২০১৩ সালে সেনাবাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের পর ইসলামপন্থি জঙ্গিরা মাঝে মধ্যেই দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর বড় ধরনের হামলা চালিয়ে আসছে।