হামাসের হামলায় ইসরায়েলি শিশু নিহত

হামাসের মর্টার হামলায় দক্ষিণ ইসরায়েলে চার বছরের এক ছেলে শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 08:32 AM
Updated : 23 August 2014, 08:32 AM

শুক্রবার গাজা-ইসরায়েলের সীমান্তের কাছে সদত নেজেভ আঞ্চলিক কাউন্সিলের একটি কিন্ডারগার্টেনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র।

গাজা থেকে হামাসের নিক্ষিপ্ত মর্টার গোলাটি কিন্ডারগার্টেনের পাশে রাখা একটি গাড়িতে আঘাত করলে শিশুটি নিহত হয়।

পাঁচ দিনের যুদ্ধবিরতির পর মঙ্গলবার থেকে নতুন করে আবার ইসরায়েল-হামাস লড়াই শুরু হওয়ার পর এই প্রথম হামাসের হামলায় ইসরায়েলের কেউ নিহত হলেন।

এই হত্যার কঠোর জবাব দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, “এই সন্ত্রাসী হামলার জন্য হামাসকে কঠিন মূল্য দিতে হবে।”

৮ জুলাই গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর এই প্রথম হামাসের পাল্টা হামলায় এক ইসরায়েলি শিশু নিহত হল। এ নিয়ে দুপক্ষের লড়াই শুরু হওয়ার পর ইসরায়েলি পক্ষে ৬৮ জন নিহত হয়েছেন যার মধ্যে ৬৪ জনই সেনা।

অপরদিকে গাজায় ২,০৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশুসহ বেসামরিক মানুষ। ইসরায়েলি হামলায় গাজায় নিহত শিশুর সংখ্যা ৪৬৯ জন বলে জানিয়েছে জাতিসংঘ।