ইসরায়েলকে জাতিসংঘের হুঁশিয়ারি

গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা নাভি পিল্লাই।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 12:11 PM
Updated : 23 July 2014, 12:11 PM

ইসরায়েলের সামরিক হামলার নিন্দা জানিয়ে তা যুদ্ধপরাধের পর্যায়ে চলে যাচ্ছে বলে সতর্ক করেন তিনি।একইসঙ্গে হামাসের রকেট হামলারও নিন্দা করেন পিল্লাই।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক জরুরি বিতর্ক অনুষ্ঠানে তিনি বলেন, ইসরায়েল বেসামরিক নাগরিকদেরকে সামরিক হামলা থেকে সুরক্ষার যথেষ্ট পদক্ষেপ নেয়নি।

অন্যদিকে, ইসরায়েলে এলোপাতাড়ি রকেট হামলার জন্যও ফিলিস্তিনের হামাসের নিন্দা করেন তিনি।

হামাসের রকেট হামলা ঠেকানোর কথা বলেই গত ৮ জুলাইয়ে গাজায় হামলা শুরু করে ইসরায়েল।

পিল্লাই বলেন, ইসরায়েলের হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা খুব বেশি বলেই মনে করছেন তিনি। ইসরায়েলের হামলা যুদ্ধাপরাধের সামিলও হতে পারে বলে পিল্লাই মন্তব্য করেন।

ওদিকে, ইসরায়েল জাতিসংঘের মানবাধিকার পরিষদকে পক্ষপাতদুষ্ট বলেই দাবি করে আসছে এবং জাতিসংঘের নেতৃত্বে কোনো তদন্তেও তারা সহযোগিতা করবে না বলে মনে করা হচ্ছে।

ইসরায়েলের বিচারমন্ত্রী জিপি লিভনি জাতিসংঘ মানবাধিকার পরিষদকে ইসরায়েল-বিরোধী প্রতিষ্ঠান আখ্যা দিয়েছেন।

গাজায় ইসরায়েলের টানা দু’সপ্তাহের হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৬শ’ ছাড়িয়ে গেছে বলে মঙ্গলবার জানিয়েছেন কর্মকর্তারা। বহু ধ্বংসযজ্ঞের পরও হামলা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি করানোর আন্তর্জাতিক চেষ্টা চললেও তা এখনো সফলতার মুখ দেখেনি।