পশ্চিম তীরে ছুরিকাঘাতে ৩ ইসরায়েলি নিহত

অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি যুবকের ছুরিকাঘাতে তিন ইসরায়েলি নিহতের খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2017, 04:15 AM
Updated : 22 July 2017, 04:15 AM

শুক্রবার রামাল্লায় ইহুদি বসতির কাছে হওয়া এই ঘটনায় আরও এক ইসরায়েলি আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারী হালামিশ এলাকার একটি বাড়িতে ঢুকে ইসরায়েলিদের ছুরিকাঘাত করে।

হামলাকারী যুবকের নাম ওমর আল-আবেদ; গুলিতে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম তার সর্বশেষ অবস্থা নিশ্চিত করতে পারেনি।

নিহতদের নাম পরিচয় জানা যায়নি; এদের মধ্যে দুইজন পুরুষ ও এক নারী আছে বলে স্থানীয় গণমাধ্যমের খবর। আহত ইসরায়েলি নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেরুজালেমের হারেম আল শরিফে নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে দিনব্যাপী সংঘর্ষের একদিন পর তিন ইসরায়েলি নিহতের এ ঘটনা ঘটলো।

বৃহস্পতিবার সংঘর্ষে তিন ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছে।

এ ঘটনার পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়ে বলেছেন, হারেম আল শরিফে মেটাল ডিটেক্টর বসানোর ঘটনা অপমানজনক।

অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্য, সপ্তাহখানেক আগে মাউন্ট টেম্পলে দুই পুলিশ নিহতের পর সেথানে বাড়তি নিরাপত্তা জরুরি হয়ে পড়েছে। 

মুসলমানদের কাছে পবিত্র হারেম আল শরিফ ইহুদিদের কাছে মাউন্ট টেম্পল নামে পরিচিত।