ভ্যাটিকানের কোষাধ্যক্ষের বিরুদ্ধে যৌন নিপীড়নের একাধিক অভিযোগ

ভ্যাটিকানের কোষাধ্যক্ষ ও অস্ট্রেলিয়ার সর্বজ্যেষ্ঠ ক্যাথলিক ব্যক্তিত্ব কার্ডিনাল জর্জ পেলের বিরুদ্ধে যৌন নিপীড়নের একাধিক অভিযোগ আনা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2017, 05:32 AM
Updated : 29 June 2017, 05:32 AM

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ আনা হয় বলে জানিয়েছে অস্ট্রেলীয় পুলিশ।

ভিক্টোরিয়া রাজ্য পুলিশ জানিয়েছে, কার্ডিনালের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কথিত ‘ঐতিহাসিক’ ঘটনাবলির সঙ্গে সম্পর্কিত।

পুলিশের ডেপুটি কমিশনার শেন প্যাটন জানিয়েছেন, একাধিক ব্যক্তি কার্ডিনালের বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন।

১৮ জুলাই  মেলবোর্নের হাকিম আদালতে অভিযোগের শুনানিতে কার্ডিনাল পেলকে হাজির থাকতে হবে বলে ভিক্টোরিয়া রাজ্য পুলিশের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

৭৬ বছর বয়সী পেলের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি পুলিশ। কথিত যৌন নিপীড়নের শিকার যারা হয়েছেন তাদের বয়স বা অপরাধগুলো কখন ঘটেছে সে বিষয়েও কিছু জানায়নি তারা। 

এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার ক্যাথলিক গির্জা জানিয়েছে, পেল অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং ‘নিজেকে কলঙ্কমুক্ত করতে’ অস্ট্রেলিয়ায় ফিরে আসার পরিকল্পনা করেছেন।

পেল অস্ট্রেলিয়ার শীর্ষ ক্যাথলিক নেতা। মেলবোর্নের আর্চবিশপ মনোনীত হওয়ার আগে তিনি ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ছোট শহর বালারাতের গির্জার পাদ্রী ছিলেন। ২০১৪ সাল থেকে তিনি ভ্যাটিকানে বসবাস করছেন।

অভিযোগের বিচার শুরু করতে গত মাসেই তদন্ত কর্মকর্তাদের কাছ থেকে সায় পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এরপরই ভ্যাটিকান গির্জার তৃতীয় সর্বোচ্চ এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগগুলো দাখিল করা হয়।