বাল্যবিয়েতে দরিদ্র দেশগুলোতে আগামী দশকে ‘কয়েক ট্রিলিয়ন ডলারের ক্ষতি’

বিশ্ব ব্যাংক বলেছে, বাল্যবিয়ের কারণে আগামী দশকে উন্নয়নশীল দেশগুলোর কয়েক ট্রিলিয়ন ডলারের ক্ষতি হবে, যাতে দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টা সাংঘাতিকভাবে ব্যাহত হবে।

>>রয়টার্স
Published : 27 June 2017, 08:21 PM
Updated : 27 June 2017, 08:21 PM

বিশেষজ্ঞদের মতে, উন্নয়নশীল বিশ্বে প্রতি তিনটি মেয়ের একটির ১৮ বছরের কম বয়সে বিয়ে হয়। প্রতি দুই সেকেন্ডে একটি মেয়ের বিয়ে হয়।

মঙ্গলবার বিশ্ব ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, বাল্য বিয়ে বন্ধ হলে জনসংখ্যা বৃদ্ধি কমবে, মেয়েদের শিক্ষাগত অর্জন এবং আয় বাড়বে।

পাশাপাশি নারী স্বাস্থ্যের উন্নয়ন, সন্তানদের শিক্ষার হার বৃদ্ধি এবং তাদের সমৃদ্ধি আনবে।

বিশ্ব ব্যাংকের অর্থনীতিবিদ কুয়েনটিন ওডোন বলেন, “বাল্য বিয়ে শুধু মেয়েদের আশা ও স্বপ্ন ভেঙে দেয় না, তা দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমতা অর্জনকে ব্যাহত করে।

“এটা বন্ধ করা শুধু নৈতিকভাবে ঠিক নয়, অর্থনৈতিকভাবেও সঠিক কাজ।”

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে ২০৩০ সাল নাগাদ বছরে ৫০০ বিলিয়ন ডলার অর্থনৈতিক সুবিধা লাভ করা যেতে পারে।

এছাড়া বাল্যবিয়ে বন্ধের মাধ্যমে পাঁচ বছরের কম বয়সীদের মৃত্যু হার কমিয়ে ২০৩০ সাল নাগাদ বছরে ৯০ বিলিয়ন ডলারের বেশি অর্থনৈতিক সুবিধা পাওয়া যেতে পারে।