হোয়াইট হাউসে বোমা আতঙ্ক, গাড়িচালক আটক

গাড়িতে বোমা থাকার দাবি করে এক ব্যক্তি মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের তল্লাশি চৌকি ডিঙিয়ে গাড়ি নিয়ে ঢোকার চেষ্টার সময় আটক হয়েছে।

>>রয়টার্স
Published : 19 March 2017, 01:09 PM
Updated : 19 March 2017, 01:09 PM

সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, শনিবার রাতের ওই ঘটনার পর হোয়াইট হাউজের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দুই কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন এর খবরে বলা হয়, আটক গাড়িচালক তার কাছে বোমা থাকার দাবি করেছিল। তবে ওই গাড়িতে কোনও বোমা বা বিস্ফোরক ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

সিক্রেট সার্ভিসের পক্ষ থেকেও এ ব্যাপারে কিছু বলা হয়নি।

ওই ঘটনার পর হোয়াইট হাউজের চারপাশের কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

একইদিন হোয়াইট হাউজের সামনে বাফার জোনে একটি বাইক র‌্যাকের উপর দিয়ে এক ব্যক্তি লাফিয়ে পড়ে। সিক্রেট সার্ভিসের দুই সদস্য সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটকাতে সক্ষম হয়।

হোয়াইট হাউজের প্রধান সীমানা বেড়া এবং পাশের হাঁটাপথের মাঝের খালি জায়গায় এ ঘটনা ঘটে।

এক ট্যুইটে হোয়াইট হাউজের মুখপাত্র সিয়ান স্পাইসর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নিতে সক্ষম হওয়ায় সিক্রেট সার্ভিসের প্রশংসা করেন।

গত সপ্তাহে এক তরুণ হোয়াইট হাউজের বেড়া ডিঙিয়ে ভেতরে প্রায় ১৬ মিনিট অবস্থান করার পর তাকে আটক করা হয়। এ ঘটনায় প্রেসিডেন্ট ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনা হয়েছে।