ট্রাম্পের নীতি ঘৃণা বাড়াচ্ছে: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের সমালোচনা করে জাতিসংঘের মানবাধিকার কমিশনার জেইদ রাদ আল হুসেইন বলেছেন, তার নীতিমালা বিদেশিদের প্রতি ঘৃণা বাড়াচ্ছে। ক্ষুন্ন হচ্ছে সাংবাদিক এবং বিচারকদের মর্যাদাও।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2017, 03:22 PM
Updated : 8 March 2017, 03:22 PM

যুক্তরাষ্ট্র প্রশাসনের মানবাধিকারের বিষয়গুলো সামাল দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাদ আল হুসেইন বলেন, সম্প্রতি জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বেড়ে যাওয়া বৈষম্য, বৈরিতা ও সহিংসতা দিকে নজর দিতে আরও দক্ষ নেতৃত্ব প্রয়োজন।

জাতিসংঘ মানবাধিকার পরিষদে তিনি বলেন, মেক্সিকো ও মুসলিমদের মত গোষ্ঠীগুলোর ওপর দমনপীড়ন এবং অভিবাসীরাই মার্কিনিদের ওপর বেশি অপরাধ করে এমন দাবি ক্ষতিকারক এবং এতে করে ঘৃণাজনিত অপ্রীতিকর ঘটনা বাড়ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক এবং বিচারকদের মর্যাদা ক্ষুন্ন করা কিংবা ভয়ভীতি দেখানোর যে চেষ্টা করেছেন তাতে হতাশ হয়েছেন বলেও মন্তব্য করেন মানবাধিকার কমিশনার রাদ আল হুসেইন।