যুক্তরাষ্ট্র সফরে চীনের শীর্ষ কূটনীতিক

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই তার একের পর এক বিরূপ কর্মকান্ডে চীনের সঙ্গে সৃষ্ট উত্তেজনার মধ্যে ওয়াশিংটনে দুই দিনের সফর শুরু করেছেন চীনা শীর্ষ কূটনীতিক ইয়াং জেইচি।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 03:19 PM
Updated : 27 Feb 2017, 03:19 PM

যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণেই সোমবার থেকে চীনের স্টেট কাউন্সিলর ইয়াং জেইচি এ সফর শুরু করেছেন বলে সিনহুয়া বার্তা সংস্থাকে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লু কাঙ।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরই দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানের মত ইস্যুগুলো নিয়ে চীনের সঙ্গে বিরোধে জড়িয়েছেন। এক চীন নীতি থেকে সরে যাওয়ার কথা বলেও চীনকে ক্ষুব্ধ করেছেন ট্রাম্প।

তবে পরবর্তীতে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ফোন করে ‘এক চীন নীতি’ অক্ষুন্ন রাখার আশ্বাস দেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লু বলেছেন, ইয়াং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দুদেশের অভিন্ন উদ্বেগের বিষয়গুলো নিয়ে মত বিনিময় করবেন।

ট্রাম্প ২০ জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর ইয়াংই যুক্তরাষ্ট্র সফরে যাওয়া প্রথম ঊর্ধ্বতন চীনা কর্মকর্তা বলে জানিয়েছে সিনহুয়া।