বিরল ‘আগুনে রঙধনু’তে মুগ্ধ সিঙ্গাপুর

বহু রঙে রঙীন ওই ‘আগুনে রঙধনু’ ১৫ মিনিট ধরে সিঙ্গাপুরের আকাশে ছিল, পুরো সিঙ্গাপুর দ্বীপ থেকে রঙধনুটি দেখা গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2017, 08:07 AM
Updated : 21 Feb 2017, 08:50 AM

মেঘে সূর্যের আলো ঠিকরে একটি রঙধনু দেখা দিয়েছিল সিঙ্গাপুরের আকাশে, তা দেখে মুগ্ধ আনন্দে বিমোহিত হয়েছেন সিঙ্গাপুরবাসী।

সোমবার বিকেলে বহু রঙে রঙীন ওই ‘আগুনে রঙধনু’ ১৫ মিনিট ধরে সিঙ্গাপুরের আকাশে ছিল, পুরো সিঙ্গাপুর দ্বীপ থেকে রঙধনুটি দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। 

গণমাধ্যমগুলো প্রতিবেদনে বলা হয়েছে, মেঘের বরফের ক্রিস্টালের ভিতর দিয়ে সূর্যের আলো প্রতিসরিত হলে এ ধরনের রঙধনু দেখা দেয়।

তবে অনেকে বলেছেন, সাবানের বুদবুদ, প্রজাপতির ডানা কিংবা পানির ফোঁটার মধ্যে যে ধরনের রঙয়ের খেলা দেখা যায় এটা সে ধরনের বিষয়ও হতে পারে।

একটি চাইল্ড কেয়ার সেন্টারে কাজ করা ফাজিদাহ মোখতার বিবিসিকে জানিয়েছেন, তিনি সোমবার বিকেলে ৫টা ১০ মিনিটের দিকে রঙধনুর ছবিগুলো তুলেছেন।

 

তিনি বলেন, “ছোট একটি কমলা রঙের বৃত্ত দিয়ে এর শুরু, এরপর এটি বড় হতে শুরু করে আর অন্যান্য রঙ দেখা দিতে শুরু করে। প্রায় ১৫ মিনিট ধরে রঙের এই খেলা চলে, এরপর আস্তে আস্তে এটি মিলিয়ে যায়।

“স্কুলের সব শিশু, কিছু অভিভাবক ও অন্যান্য কর্মীরাও এটি দেখে আনন্দ পেয়েছেন। খুব সুন্দর ও অসাধারণ এই রঙধনুটিকে দেখা খুবই বিরল একটি ঘটনা বলে মন্তব্য করছিলেন তারা।”

 

ফেইসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রঙধনুটির ছবি আপলোড করে অনেকে মজার মজার মন্তব্যও জুড়ে দিয়েছেন।