আফগান হামলা: আরব আমিরাতের রাষ্ট্রদূত নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে গতমাসে এক বোমা হামলায় আহত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত জুমা মোহাম্মদ আব্দুল্লাহ আল-কাবি মারা গেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2017, 02:22 PM
Updated : 15 Feb 2017, 02:22 PM

গত ১০ জানুয়ারি কান্দাহার গভর্নরের গেস্টহাউজে ওই হামলায় আরও ১১ জন নিহত হয়।

হামলায় আহত হওয়ার পর ৬৫ বছর বয়সী আব্দু্ল্লাহ আল-খাবি আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ইউএই-র প্রেসিডেন্টশিয়াল অ্যাফেয়ার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে বলা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা আমাদের দেশ এবং নিজের কর্তব্যের জন্য জীবন দেওয়ান্যায়পরায়ণ পুত্র জুমা মোহাম্মদ আব্দুল্লাহ আল-খাবির জন্য শোক প্রকাশ করছি। তিনি মানবতার জন্য নিজের পবিত্র আত্মাকে উৎসর্গ করছেন।”

নিহত বাকি ১১ জনের মধ্যে পাঁচজন ইউএই’র কর্মকর্তা, কান্দাহারের ডেপুটি গভর্নর, দুই আফগান এমপি এবং দুইজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা।

ওই হামলায় আরও ১৭ জন আহত হয়েছিলেন। যাদের মধ্যে প্রাদেশিক গভর্নরও ছিলেন। ‘মানবিক, শিক্ষা ও উন্নয়নমূলক’ প্রকল্পের কাজে ইউএই কর্মকর্তারা আফগানিস্তান গিয়েছিলেন।

ওই হামলার পর সংযুক্ত আরব আমিরাতজুড়ে তিনদিন রাষ্ট্রীয় শোক পালক করা হয়।

তালেবান জঙ্গিরা নিয়মিত আফগানিস্তানে এ ধরনের হামলা চালালেও ওই হামলার পেছনে তাদের হাত ছিল না বলে তারা দাবি করেছে।