রোহিঙ্গা সঙ্কটে মুসলিমদের কাজ করতে হবে: মালয়েশিয়া

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের দুর্দশার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপে মুসলিম দেশগুলোকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 11:34 AM
Updated : 19 Jan 2017, 11:34 AM

রাজধানী কুয়ালালামপুরে ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন’ (ওআইসি) বিশেষ অধিবেশনের উদ্বোধন করে এর সদস্যদেশগুলোর উদ্দেশে এক বক্তব্যে রাজাক এ আহ্বান জানান।

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের সমস্যা নিয়ে আলোচনার জন্য এ জরুরি অধিবেশনে বসেছে বিশ্বের ইসলামিক দেশগুলোর সংগঠন ওআইসি।

রাখাইন রাজ্যে গত বছর ৯ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে অন্তত ৮৬ জন নিহত হয়েছে। এছাড়া, প্রাণ বাঁচাতে প্রায় ৬৬ হাজার রোহিঙ্গা প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে গেছে।

 মালয়েশিয়ার প্রধানন্ত্রী রাজাক এ পরিস্থিতিকে বিরাট উদ্বেগের কারণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, “মিয়ানমারে অনেক বেশি মানুষ প্রাণ হারিয়েছে। অনেকেই ভয়ানকভাবে মারা গেছে। আর যারা নৃশংসতার মধ্যেও বেঁচে থেকেছে তারা অবর্ণনীয় নির্মমতার শিকার হয়েছে। আর  এ সমস্ত কারণেই আমরা চুপ থাকতে পারি না।”

তাছাড়া, “এ পরিস্থিতির কারণে সন্ত্রাসী গ্রুপগুলোর জন্যও একটি নতুন আশ্রয় গড়ে ওঠার আশঙ্কা আছে। কারণ এমন অবদমিত সম্প্রদায়ে জঙ্গিবাদীরা ঢুকে পড়তে পারে এবং উগ্রবাদী হয়ে উঠতে পারে।”

বর্তমানে ওআইসি’র সদস্য সংখ্যা ৫৭ এবং মুসলিম বিশ্বের পক্ষে জোরাল কণ্ঠস্বর।

২০১৪ সালের ৯ অক্টোবর রাখাইন রাজ্যে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় মিয়ানমারের ৯ সীমান্ত পুলিশ নিহত হওয়ার পর ওই রাজ্যে ব্যাপক আকারে সেনা অভিযান শুরু হয়।

পালিয়ে আসা শরণার্থী, স্থানীয় এবং মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সেনারা সেখানে গণহত্যা ও নারীদের ধর্ষণ করছে এবং স্থানীয়দের বিশেষ করে রোহিঙ্গা মুসলিমদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে।

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অন সান সু চির দল দেশটির ক্ষমতায় রয়েছে।

মিয়ানমার সরকার রাখাইন রাজ্যে সেনা নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে। যদিও আসল পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষণ দলকে রাখাইন রাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।