তেহরানে আগুনে বহুতল ভবন ধস, ২৫ দমকলকর্মীর মৃত্যুর অশঙ্কা

ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বহুতল ভবন ধ্বসে পড়েছে। দায়িত্বপালন করতে গিয়ে প্রায় ২৫ দমকলকর্মীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 10:57 AM
Updated : 19 Jan 2017, 03:27 PM

ভবনটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হলেও প্রায় ২শ দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় ভবনটি ধসে পড়ে। ২৫ জন মত দমকলকর্মী ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপে জীবিতদের সন্ধান করছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮ টার দিকে ভবনটিতে আগুন লাগে। আগুনের সূত্রপাত হয় নয় তলায়। প্লাসতো ট্রেড সেন্টার নামের এ ভবনটি রাজধানী ইরানের অনেক পুরোনো দালান এবং এটি মূলত বাণিজ্যিক ভবন।

ইরানের ফার্স বার্তা সংস্থা বলেছে, ভবনটি থেকে বেশিরভাগ মানুষকে সরিয়ে নেওয়া হলেও আগুন নেভানো এবং উদ্ধারকাজের যারা নিয়োজিত তাদের নিরাপত্তা নিয়ে  উদ্বেগ বিরাজ করছে।