ইতালিতে কয়েকদফায় শক্তিশালী ভূমিকম্প

ইতালিতে কয়েকদফা শক্তিশালী ভূমিকম্পে রাজধানী রোম পর্যন্ত কেঁপে উঠেছে।

>>রয়টার্স
Published : 18 Jan 2017, 04:22 PM
Updated : 18 Jan 2017, 04:22 PM

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা বলেছে, প্রায় এক ঘন্টার মধ্যে ৫ দশমিক ৩, ৫ দশমিক ৭ এবং ৫ দশমিক ৩ মাত্রার তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

এতে অধিবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে, বন্ধ হয়ে যায় স্কুল, রেলসেবা, খালি করে ফেলা হয় রোমের আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনগুলোও।

তবে প্রথম ভূমিকম্পের তিন ঘন্টা পরও বড়ধরনের কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি। তবে গত বছরের প্রাণঘাতী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পল্লী অঞ্চলের কিছু পরিত্যাক্ত ঘরবাড়ি ধসে পড়েছে।

তুষার ঝড়ের কারণে ল্যাজিও মার্সে এবং আবরুজি অঞ্চল ঢাকা পড়ে যাওয়ার কারণে স্থানীয় কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপন করতে পারছেন কিংবা হতাহতের কোনও ঘটনা ঘটেছে কিনা তাও জানা তাদের জন্য কঠিন হচ্ছে। বরফের কারণে অনেক জায়গায়ই বিদ্যুৎ নেই। কাজ করছে ফোন নেটওয়ার্কও।

গত অগাস্টে ইতালির আমাত্রিসে শক্তিশালী ভূমিকম্পে ৩০০ জন নিহত হয়। এবারের তিনটি ভূমিকম্পই আমাত্রিস থেকে ৭ কিলোমিটার দূরে অনুভূত হয়েছে। মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পগুলোর উৎপত্তি।