জাপানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

জাপানে পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোতে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে।

এস এম নাদিম মাহমুদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2016, 07:22 AM
Updated : 21 Oct 2016, 07:22 AM

বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১১টার দিকে (স্থানীয় সময় ২টা ৫ মিনিট) ৬ দশমিক ২ মাত্রার এই ভূকম্পন হয় বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ততোরি প্রদেশের কুরায়াশি এলাকার ৮ কিলোমিটার দক্ষিণে, যার প্রভাবে পশ্চিমাঞ্চলের কিয়েতো, ওসাকা, শিগা, শিমানি প্রদেশে কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিভিন্ন শহরের অধিবাসীদের সতর্ক হয়ে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে।

জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকের খবরে বলা হয়, আগাম বার্তা পাওয়ার পর ততোরির কাছাকাছি শিয়াম পারমাণবিক চুল্লির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ভূমিকম্পের মিনিটখানেক আগে নাগরিকদের মোবাইলে ওই আগাম বার্তা পাঠায় আবহাওয়া অধিদপ্তর। বার্তা পাওয়ার পর রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়; আতঙ্কিত অনেককেই নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়।

এর আগে চলতি বছরের এপ্রিলে কুমামতো প্রদেশে পরপর দুই দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

৬ দশমিক ৫ ও ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী এসব ভূমিকম্পে অন্তত ৪৯ জন নিহত হয়।