বলিভিয়ার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ‘খনিশ্রমিকদের হাতে’ নিহত

বলিভিয়ার উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে অপহরণের পর দেশটির ধর্মঘটী খনিশ্রমিকেরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ সরকারের।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2016, 09:15 AM
Updated : 26 August 2016, 03:34 PM

কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বলছে, বৃহস্পতিবার দিনের প্রথমভাগে লা পাজের দক্ষিণে পানদুরোতে সড়ক বন্ধ করে দিয়ে উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রোদোলফো ইয়ানেস ও তার দেহরক্ষীকে অপহরণ করা হয়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরো বলেন, ‘সব ধরনের লক্ষণ’ দৃষ্টে এটাই প্রতীয়মান হচ্ছে যে, ইয়ানেস ‘কাপুরুষোচিত ও পাশবিক’ হামলায় খুন হয়েছেন।

ওই সময় পুলিশের সঙ্গে খনিশ্রমিকদের সংঘর্ষে পুলিশের গুলিতে দুই শ্রমিকও নিহত হন।

স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ইয়ানেস মারধরের কারণে মারা যান বলে প্রতিরক্ষামন্ত্রী রেইমি ফেরেইরার উদ্ধৃতি দিয়ে লা রাজন সংবাদপত্র জানিয়েছে।

ইয়ানেসের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।এ ঘটনায় ইতিমধ্যে শতাধিক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী ফেরেইরা।

ফেরেইরা আরও বলেন, ইয়ানেসের মৃত্যুতে প্রেসিডেন্ট ইভো মোরালেস ‘গভীরভাবে আহত’ হয়েছেন।

অপহৃত হওয়ার অবস্থায় উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ানেস বলিভিয়ার রেডিওকে বলেছিলেন, নয়া আইন নিয়ে খনিশ্রমিকদের সঙ্গে সরকারের সমঝোতাই তার মুক্তির শর্ত।

মঙ্গলবার থেকে খনিশ্রমিকেরা পানদুরোর মহাসড়ক অবরোধ করে রেখেছে।

দেশটির ন্যাশনাল ফেডারেশন অব মাইনিং কো-অপারেটিভস এক সময় প্রেসিডেন্ট মোরালেসের ঘনিষ্ঠ মিত্র ছিল।

সরকারের সঙ্গে এই শ্রমিক সংগঠনের দাবি-দাওয়া নিয়ে সমঝোতা ব্যর্থ হওয়ার পর আন্দোলন শুরু হয়।

সরকারের কাছে আরো ছাড়ের দাবিতে তাদের আন্দোলন। বেসরকারি প্রতিষ্ঠানে কাজের অধিকার এবং ইউনিয়নের বৃহত্তর প্রতিনিধিত্বের দাবি তাদের।