আফগানিস্তানে বেসামরিক হতাহতের সংখ্যা রেকর্ড পর্যায়ে

২০১৬ সালের প্রথমার্ধে আফগানিস্তানে বেসামরিক নাগরিক হতাহতের হার রেকর্ড পর্যায়ে উন্নীত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিশেষ করে লড়াইয়ে চরম মূল্য দিচ্ছে শিশুরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2016, 02:43 PM
Updated : 25 July 2016, 02:43 PM

২০০৯ সালের পর থেকে যে কোনও বছরের ছয়মাসের তুলনায় এ বছরের প্রথমার্ধে অনেক বেশি ‍শিশু নিহত কিংবা আহত হয়েছে।

সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, ঘনবসতিপূর্ণ এলাকায়  সম্মুখ যুদ্ধের কারণে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা বেড়ে গেছে।

এ বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত আফগানিস্তানে ১,৬০১ জন বেসামরিক নাগরিক নিহত ও ৩,৫৬৫ জন আহত হয়েছে।

ইউনাইটেড নেশন্স অ্যাসিস্টেন্স মিশন ইন আফগানিস্তানের (ইউএনএএমএ) তথ্যানুযায়ী, গত বছরের তুলনায় বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা ৪ শতাংশ বড়েছে।

২০০৯ সাল থেকে জাতিসংঘ আফগানিস্তানে হতাহতের সংখ্যার প্রামাণিক দলিল রাখা শুরু করে। তারপর থেকে এ বছর ছয় মাসে এটাই সবচেয়ে বেশি বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা।

ইউএনএএমএ প্রধান টাডামিচি ইয়ামামতো বলেন, “এই প্রতিবেদনে হতাহতের প্রতিটি ঘটনার তথ্য রয়েছে। বেসামরিক নাগরিক হতাহতের প্রতিটি ঘটনা বারবার প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার কথা মনে করিয়ে দিয়েছে। এই দুর্ভোগ প্রশমনে যুদ্ধরত প্রতিটি পক্ষকে অর্থবহ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো উচিত।”

“অর্থবহ পদক্ষেপ ছাড়া যে কোনো প্রতিশ্রুতি সময়ের সঙ্গে সঙ্গে মিথ্যায় পরিণত হয়।”

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, হতাহতদের মধ্যে ১,৫০৯টি শিশু রয়েছে। যা মোট হতাহতের প্রায় একতৃতীয়াংশ।

এ অবস্থাকে ‘বিপদসঙ্কেত ও লজ্জাজনক’ বলে বর্ণনা করেছে জাতিসংঘ।

প্রতিবেদনে আরও বলা হয়, বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা বেড়ে যাওয়ার পেছনে মূলত জঙ্গি হামলা দায়ী। যদিও সরকারি বাহিনীর অভিযানও এতে যথেষ্ট ভূমিকা পালন করছে।