বিতর্কিত দ্বীপে গায়িকা পাঠাল চীন

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলে নিজেদের নির্মাণ করা কৃত্রিম দ্বীপে জনপ্রিয় একজন গায়িকাকে পাঠিয়ে অনুষ্ঠান আয়োজন করেছে চীনের সেনাবাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2016, 04:34 PM
Updated : 4 May 2016, 04:34 PM

চীনের জনপ্রিয় লোকসঙ্গীত গায়িকা সং জুইং সেখানে নৌবাহিনীর কর্মকর্তা ও নির্মাণ শ্রমিকদের সামনে প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

স্প্রাটলি দ্বীপপুঞ্জের কুয়ারটেরন প্রণালীতে নির্মিত ওই কৃত্রিম দ্বীপে চীন লাইটহাউজ, পোতশ্রয় ও কয়েকটি ভবনও নির্মাণ করা হয়েছে।

ফিলিপাইনও কুয়ারটেরন প্রণালী নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।

বুধবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে জুইংয়ের অনুষ্ঠানের ছবি ব্যাপকভাবে প্রচার করা হয়েছে।