নিউ জিল্যান্ড উপকূলে লেজহীন তিমির সন্ধান

নিউ জিল্যান্ড উপকূলে লেজের পাখনাসহ অধিকাংশ অংশ হারানো একটি হাম্পব্যাক তিমির সন্ধান পাওয়া গেছে। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2016, 09:08 AM
Updated : 17 March 2016, 09:08 AM

সোমবার দক্ষিণ দ্বীপের উত্তর-পূর্ব দিকের কাইকোউরা উপকূলের সাগরে তিমিটি প্রথম দেখা যায় বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার মাইক মরিসি জানিয়েছেন, তিমিটি লেজের অধিকাংশ কীভাবে হারালো তা পরিষ্কার না, মাছ ধরার জালের আঘাতে এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা প্রকাশ করেছেন তিনি।

ক্ষতিটা মারাত্মক হয়েছে, দেখে এমন ধারণা পাওয়া গেলেও তিমিটা ভালোই আছে বলে মনে হচ্ছে, বিবিসিকে জানিয়েছেন তিনি।

মরিসি বলেন, “এর স্বাস্থ্য ভালো আছে বলে মনে হচ্ছে। এটি পানিতে ঝাঁপ দিচ্ছে এবং চারদিকে ঘুরতে ফুলকার কাছের পাখনাগুলো ব্যবহার করছে।”

তিমিরা কখনো কখনো সাগরের মাছ ধরার জালে আটকা পড়ে যায়, এতে তারা আহত বা তাদের মৃত্যু হতে পারে। 

তিমিটির ক্ষেত্রে লেজ হারানোর ঘটনাটি এক বছর আগে ঘটেছে বলে ধারণা করছেন মরিসি। কারণ ছবিতে তিমিটির লেজে কোনো কাঁচা ক্ষত দেখা যায়নি।

তিনি বলেন, “এটি একটি তরুণ তিমি। ঘটনাটিতে ও খুব বেশি অসুবিধায় পড়েছে বলে মনে হচ্ছে না।”

তিনি জানান, এই প্রথমবারের মতো এই এলাকার লোকজন এ ধরনের একটি তিমি দেখল, তিমিটি আবার ফিরে আসবে বলে আশা করছেন তিনি।

“এটি যদি অভিবাসী হয়, তাহলে আমরা এটিকে আবার দেখব,” বলেন তিনি।  

খাবারের জন্য হাম্পব্যাক তিমিরা অ্যান্টার্কটিক এলাকায় বিচরণ করলেও প্রতি বছর সন্তান জন্মদানকালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চলে আসে।