ফ্রান্সে স্কুলবাস দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

ফ্রান্সের পূর্বাঞ্চলে একটি স্কুলবাস দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 06:57 AM
Updated : 11 Feb 2016, 06:57 AM

বিবিসি বলছে, তুষারে ঢাকা রাস্তায় স্কুলবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি উল্টে যায়। আর তাতে ১২ বছর বয়সী এক বালক ও ১৫ বছর বয়সী এক বালিকা মারা যায়।

মন্টিয়াও থেকে পোন্টালিয়া যাওয়ার পথে স্থানীয় সময় সকাল ৭.৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের পোন্টালিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, রাস্তার উপর থেকে তুষার রাতে সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু সকালে তার উপর হালকা তুষার পড়েছিল।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো পরিষ্কার নয়। অবশ্য বাসটি অপর একটি গাড়িকে ধাক্কা দেওয়ায় সেটি ছিটকে পড়েছিল।

কোনো কোনো প্রতিবেদনে দাবি করা হয়েছে, আবহাওয়ার ওই পরিস্থিতিতে তুলনামূলক বেশি গতিতেই বাসটি চলছিল।

বাসটিতে ৩৩ জন শিশুকে নিয়ে পোন্টালিয়ার কাছে একটি স্কুলের উদ্দেশে যাচ্ছিল।

যদিও বাসচালকও আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এরপর মানুষ খুনের অংশ হিসেবে এর তদন্ত হবে বলে আইন কর্মকর্তারা জানিয়েছেন।

এ ঘটনায় মারা যাওয়া শিশুদের পরিবারের প্রতি ট্যুইটারে সমবেদনা জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী।