চীনা সাংবাদিকের ৫ বছরের জেল

রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগে চীনের এক নারী সাংবাদিক গাও ইউ’য়ের কারাদণ্ড বহাল রেখেছে আদালত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 12:37 PM
Updated : 26 Nov 2015, 12:37 PM

তবে আদালত ৭১ বছর বয়সী গাওয়ের সাজার মেয়াদ সাত বছর থেকে কমিয়ে পাঁচ বছর করেছে বলে জানিয়েছে বিবিসি।

গত বছর এপ্রিলে রুদ্ধদ্বার শুনানির পর আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং সাজার বিরুদ্ধে আপিল করেন।  কিন্তু আদালত আগের রায় বহাল রাখলেও মানবাধিকার কর্মীদের নিন্দা-সমালোচনার মুখে সাজার মেয়াদ দু’বছর কমায়।

বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রায়ের নিন্দা জানিয়ে বলেছে, এটি ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।’

 তার আইনজীবী বলেন , “আমরা আশা করেছিলাম তিনি মুক্তি পাবেন। কিন্তু দুই বছর সাজা কমানোটাও ভালো খবর।”