তুরস্কে সেনা পাঠাবে নেটো

তুরস্কের সুরক্ষায় সেখানে সেনা পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছে নেটো। রাশিয়ার জঙ্গিবিমান তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের পর নেটো একথা জানাল।

>>রয়টার্স
Published : 8 Oct 2015, 12:46 PM
Updated : 8 Oct 2015, 12:46 PM

রাশিয়া সিরিয়ায় বিমান হামলা চালিয়ে যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে বলে অভিযোগ করছে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো।

এর মধ্যে সিরিয়ার উত্তরাঞ্চলের কাছে রাশিয়ার জঙ্গিবিমানের তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাটি নিয়ে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী কর্মকর্তারা এখনো উদ্বিগ্ন।

নেটো প্রতিরক্ষামন্ত্রীরা ব্রাসেলসে বৈঠক করছেন। নেটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বৈঠকের জন্য পৌঁছে সাংবাদিকদের বলেন, নেটো যে কোনো হুমকি থেকে তুরস্কসহ সব মিত্রদেশকেই সুরক্ষা দিতে সক্ষম।

তিনি বলেন, “নেটো এরই মধ্যে তুরস্কসহ এর দক্ষিণাঞ্চলে সেনা পাঠানোর প্রস্তুতি এবং সক্ষমতা বাড়িয়ে এ ব্যাপারে সাড়া দিয়েছে।”

রাশিয়ার বিমান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলাই উদ্বেগের কারণ বলে উল্লেখ করেন তিনি।