‘ইয়েমেনে আরব আমিরাতের ২২ সেনা নিহত’

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন অভিযানে অংশ নেয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের ২২ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 02:01 PM
Updated : 4 Sept 2015, 02:01 PM

কেন্দীয় মারিব এলাকায় উপসাগরীয় কোয়ালিশন বাহিনীর ব্যবহৃত একটি শিবিরের অস্ত্র গুদামে হুতিরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে। এতেই আমিরাতি এবং ইয়েমেনি সেনারা নিহত হয়। ধ্বংস হয় এপাচি হেলিকপ্টারসহ বেশ কয়েকটি সশস্ত্র যান।

মারিবের অধিবাসীরা রয়টার্সকে বলেছে, তারা শিবিরটিতে আগুন জ্বলতে এবং ধোঁয়া উড়তে দেখেছে। কিন্তু সেনারা কিভাবে মারা গেল সে বিষয়ে ডব্লিউএএম বিস্তারিত কিছু জানায়নি।

ইয়েমেনে সরকার পুনর্প্রতিষ্ঠা করতে শিয়া হুতিদের সঙ্গে লড়াই করে আসছে সৌদি আরব ও অন্যান্য সুন্নি মুসলিম উপসাগরীয় রাষ্ট্রগুলো। হুতিরা গত বছর সেপ্টেম্বরে রাজধানী সানার দখল নেয়।

সর্বশেষ এ সেনা নিহতের ঘটনার আগে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াই শুরুর পর থেকে অন্তত ৫ আমিরাতি সেনা নিহত হয়েছে।