ইয়েমেনে রেডক্রসের দুই কর্মীকে গুলি করে হত্যা

ইয়েমেনে রেড ক্রসের দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় এক ঘাতক।

>>রয়টার্স
Published : 2 Sept 2015, 02:32 PM
Updated : 2 Sept 2015, 03:23 PM

রেড ক্রসের মুখপাত্র আদনান হিজাম টেলিফোনে রয়টার্সকে বলেন, বুধবার ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ আমরানে এই ঘটনা ঘটে। নিহত দুইজনই ইয়েমেনের নাগরিক। সাদা প্রদেশে ত্রাণ বিতরণ শেষ করে তারা ফিরছিল।

“আমাদের দুই জন সহকর্মীকে তাদের গাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। তারা সাদা'য় ত্রাণ বিতরণ শেষে রাজধানী সানা'য় ফিরছিল।”

নিহত দুইজনের একজন রেড ক্রসের মাঠ কর্মকর্তা ও একজন গাড়ি চালক। সংস্থাটির অনুমান, একজন বন্দুকধারী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তবে ঠিক কি কারণে কর্মীদের হত্যা করা হয়েছে সে বিষয়ে সংস্থাটি এখনো পরিষ্কার নয়।

এ ঘটনার মাত্র এক সপ্তাহ আগে এডেন এ রেড ক্রসের কার্যালয়ে হামলা চালায় বন্দুকধারীরা। তারা কর্মীদের জিম্মি করে অর্থ, গাড়ি এবং সরঞ্জামাদি দেয়ার দাবি করে।

মার্চে হুতি বিদ্রোহীদের সানা দখলের পর ইয়েমেনের গৃহযুদ্ধ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে যা জটিল আকার ধারণ করছে।