রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের জয়

ক্রিস্তিয়ানো রোনালদো দারুণ খেললেও সেভিয়ার মাঠে কষ্টে জিতেছে রিয়াল মাদ্রিদ। তবে ৩-২ গোলের এ জয়ে পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর পাশাপাশি লা লিগার শিরোপা স্বপ্নও বাঁচিয়ে রেখেছে কার্লো আনচেলত্তির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2015, 08:01 PM
Updated : 2 May 2015, 08:01 PM

রিয়ালের জয়ে বড় অবদান ক্রিস্তিয়ানো রোনালদোর। সেভিয়ার জালে দারুণ এক হ্যাটট্রিক করেন পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড।

লা লিগার গোলের তালিকায় এগিয়ে যাওয়া লিওনেল মেসিকেও এ ম্যাচে ফের পেছনে ফেলেন রোনালদো।৪২ গোল নিয়ে তালিকায় শীর্ষে আছেন রোনালদো আর ৪০ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টিনা অধিনায়ক।

শনিবার রাতেই করদোবাকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়া বার্সেলোনা (৮৭) রিয়ালের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে যায়। একই রাতে সেভিয়াকে হারিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ফের দুইয়ে নামিয়ে এনেছে রিয়াল (৮৫)।

সেভিয়ার মাঠে ৩৬তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন রোনালদো। ইস্কোর ক্রসে হেড দিয়ে লক্ষ্যভেদ করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

এ গোল দিয়ে এগিয়ে যাওয়া মেসিকে ধরে ফেলেন রোনালদো। করদোবার জালে দুই গোল করে লা লিগার চলতি মৌসুমের গোলের তালিকায় রিয়াল ফরোয়ার্ডের চেয়ে এগিয়ে গিয়েছিলেন মেসি (৪০ টি)।

এক মিনিটের মধ্যে আরও এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এবার হাভিয়ের এরনান্দেসের হেড দিয়ে বাড়ানো বল থেকে গোল করে মেসিকে (৪০টি) পেছনে ফেলে লিগের গোলের তালিকায় ফের এককভাবে শীর্ষে ওঠেন রোনালদো (৪১ টি)।

প্রথমার্ধের যোগ করা সময়ে কার্লোস বাক্কা পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করলে ২-১ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় সেভিয়া।

৬৮তম মিনিটে গ্যারেথ বেলের বাড়ানো বল প্রতিপক্ষের জালে পৌঁছে দিয়ে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। তবে ৭৯তম মিনিটে সেভিয়ার ইবোরা গোল করলে ম্যাচে উত্তেজনা ফেরে।

শেষ পর্যন্ত অবশ্য সমতায় ফেরা গোল পায়নি সেভিয়া। পুরো তিন পয়েন্ট নিয়েই ঘরে ফেরে রিয়াল।