লিগগুলোকে ক্ষতিপূরণ দেবে না ফিফা

২০২২ সালের কাতার বিশ্বকাপ নভেম্বর-ডিসেম্বরে হওয়ার পরিকল্পনায় ইউরোপীয় লিগগুলো খুশি নয়। তবে এর জন্যে তাদেরকে কোনোরকম ক্ষতিপূরণ দেয়া হবে না বলে জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2015, 05:33 PM
Updated : 25 Feb 2015, 05:33 PM

উত্তর গোলার্ধে শীতকালে বিশ্বকাপ হলে ইউরোপীয় লিগগুলোর সমস্যা হয় বলে সাধারণত গ্রীষ্মেই বিশ্বকাপ হয়। কিন্তু গ্রীষ্মে কাতারের তাপমাত্রা অত্যধিক থাকে বলে শীতে ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতাটি আয়োজনের সুপারিশ করেছে ফিফা টাস্ক ফোর্স।

আগামী ১৯-২০ মার্চে জুরিখে হতে যাওয়া ফিফার নির্বাহী সভায় টাস্ক ফোর্সের প্রস্তাবটি পাশ হয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে। আর তা হলে ইউরোপের প্রধান লিগগুলোর সূচিতে সমস্যা হবে।

তারপরও এর জন্যে কোনো ক্ষতিপূরণ দেয়া হবে না বলে জানান ফিফার মহাসচিব জেরোমে ভালকে। কারণ ওই বছরের লিগের সূচি নতুন করে সাজাতে তারা হাতে ৭ বছর সময় পাচ্ছে।

ভালকে জানান, উয়েফা ও অন্যান্য কনফেডারেশনগুলো কাতার বিশ্বকাপ ২৬ নভেম্বর শুরু করে ২৩ ডিসেম্বর শেষ করার পক্ষে। তবে ১৮ ডিসেম্বরেও ফাইনাল হওয়ার সম্ভাবনা আছে বলে জানান তিনি।