রিয়াল মাদ্রিদে নরওয়ের বিস্ময়বালক ওদেগার্দ

নরওয়ের উঠতি তারকা মার্তিন ওদেগার্দকে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2015, 08:48 AM
Updated : 22 Jan 2015, 10:17 AM

স্পেনের লা লিগার ক্লাবটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নরওয়ের ১৬ বছর বয়সী এই ফুটবলারকে সংবাদমাধ্যমের সামনে আনা হবে।

ওদেগার্দের সঙ্গে চুক্তির আর্থিক দিকটা জানায়নি রিয়াল মাদ্রিদ। তবে স্পেনের সংবাদমাধ্যমের খবর, তরুণ এই মিডফিল্ডারের জন্য ৩০ লাখ ইউরো খরচ করে ক্লাবটি।

২০১৪ সালে ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া ওদেগার্দ রিয়ালের 'বি' দলের হয়ে স্পেন অভিযান শুরু করবেন বলে আশা করা হচ্ছে। স্পেনের তৃতীয় বিভাগে খেলা রিয়াল 'বি' দলের কোচ ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।

গত বছরেই পেশাদার ফুটবলে পা রাখা ওদেগার্দ সবার নজরে আসেন নরওয়ের প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার পর। নরওয়ের হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ফুটবল খেলা এই মিডফিল্ডার সে দেশের ক্লাব স্ত্রোমসগোদসেতসের  জার্সি গায়ে লিগে ২৩ ম্যাচ খেলে ৫টি গোল করেন।

গত অগাস্টে নরওয়ের হয়ে একটি প্রীতি ম্যাচ খেলার সময় তার বয়স ছিল ১৫ বছর ২৫৩ দিন।

বাঁ পায়ের খেলোয়াড় ওদেগার্দের খেলার ধরণের কারণে তাকে অনেকেই তুলনা করেন বার্সেলোনা ও আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির সঙ্গে।