দেপোর্তিভোর বিপক্ষে খেলার জন্য ‘ফিট’ মেসি

চোট কাটিয়ে লিওনেল মেসি এখন পুরো ঠিক আছেন এবং লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার বার্সেলোনা সতীর্থ নেইমার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2016, 10:34 AM
Updated : 14 Oct 2016, 10:34 AM

গত মাসে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করা ম্যাচে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে আছেন মেসি। তবে তিন সপ্তাহ পর এই সপ্তাহের গোড়ার দিকে বার্সেলোনায় পুরোদমে অনুশীলনে ফেরেন আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড।

শনিবার নিজেদের মাঠে দেপোর্তিভোর বিপক্ষে খেলবে বার্সেলোনা। চার দিন পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের পরের ম্যাচে কাম্প নউতে কাতালান ক্লাবটির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।

গত বৃহস্পতিবার নেইমার সাংবাদিকদের বলেন, “লিও ঠিক আছে। … আমাদের তিন জনের সবাই (মেসি, নেইমার, লুইস সুয়ারেস) দেপোর্তিভোর বিপক্ষে খেলব কিনা তা কোচের উপর নির্ভর করে।”

“আমরা জানি, আমরা ইতিহাস গড়ছি। (তিন জন) এক সঙ্গে খেললে আমরা আরও শক্তিশালী। ত্রয়ীর জাদু হচ্ছে বন্ধুত্ব। মাঠ আর মাঠের বাইরে আমরা বন্ধু। আমরা একে অপরকে সাহায্য করি।”