ইউভেন্তুসের নাটকীয় হার

জানলুইজি বুফ্ফনের মাইলফলকের রাতটি হতাশায় ভরিয়ে দিল জেনোয়া। যোগ করা সময়ের চতুর্থ মিনিটের গোলে ইউভেন্তুসকে হারিয়েছে পয়েন্ট তালিকার মাঝামাঝি থাকা দলটি।

স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2014, 10:51 AM
Updated : 30 Oct 2014, 10:51 AM

জেনোয়ার মাঠে বুধবার বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্তুসের ১-০ গোলের হারটি সেরি আতে এ মৌসুমে তাদের প্রথম পরাজয়।

ম্যাচটি ছিল ৩৬ বছর বয়সী বুফ্ফনের ইউভেন্তুসের হয়ে ৫০০তম লিগ ম্যাচ। উপলক্ষটাকে স্মরণীয় করে রাখতে বাহুতে অধিনায়কের বিশেষ বাহুবন্ধনী পড়েছিলেন তিনি।

ফরোয়ার্ডদের ব্যর্থতা আর দুবার গোল পোস্টে বল লাগায় শেষ পর্যন্ত বিশেষ ম্যাচটি আর মধুর হয়নি বুফ্ফনের জন্য।

এই হারের পরও অবশ্য সেরি আর পয়েন্ট তালিকার শীর্ষেই আছে ইউভেন্তুস। ৯ ম্যাচে ২২ পয়েন্ট তাদের। তবে নিজেদের মাঠে সেসেনাকে ২-০ গোলে হারিয়ে সমান ম্যাচে ২২ পয়েন্ট এখন এএস রোমারও।

কালিয়ারির মাঠ থেকে ১-১ গোলে ড্র নিয়ে ফেরা এসি মিলান ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। বুধবার হারার পরও সমান ১৬ পয়েন্ট নিয়ে সাম্পদোরিয়া ও উদিনেসে আছে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে।

এসি মিলানের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান বুধবার সাম্পদোরিয়ার বিপক্ষে জয়ের পরও আছে অষ্টম স্থানে। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট তাদের। আতালান্তার সঙ্গে ১-১ গোলে ড্র করেও একই পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে নাপোলি।

৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লাৎসিও।