বার্সেলোনার পাশে সেভিয়া!

রিয়াল মাদ্রিদ বা আতলেতিকো মাদ্রিদ নয়, স্পেনের লা লিগার শীর্ষে ওঠার লড়াইয়ে আপাতত বার্সেলোনার সঙ্গে সমানে সমানে পাল্লা দিচ্ছে সেভিয়া! ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলের জয়ে পয়েন্টের হিসেবে তালিকায় সবার ওপর থাকা বার্সেলোনার পাশেই আছে চমক দেখানো দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2014, 08:35 AM
Updated : 27 Oct 2014, 08:35 AM

৯ ম্যাচ শেষে বার্সেলোনা আর সেভিয়ার পয়েন্ট ২২। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে শীর্ষে আছে বার্সেলোনা। ২১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে তৃতীয় স্থানে। ২০ পয়েন্ট করে নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে ভালেন্সিয়া ও আতলেতিকো মাদ্রিদ।

রোববার নিজেদের মাঠে নাটকীয়ভাবে ম্যাচ জেতে সেভিয়া। ৭৯তম মিনিটে লুসিয়ানো ভিয়েত্তোর গোলে পিছিয়ে পড়েছিল তারা।
৮৮তম মিনিটে স্বাগতিক সেভিয়াকে সমতায় ফেরান দেনিস সুয়ারেস। আর যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে সেভিয়াকে ৩ পয়েন্ট এনে দেন বার্সেলোনার কার্লোস বাক্কা।
অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো গেতাফের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফেরে।
ম্যাচের একমাত্র গোলটি করেন মারিও মানজুকিচ। বিরতির ৫ মিনিট আগে সতীর্থ আরদা তুরান ঠিক মতো শট নিতে না পারায় বল এসে পড়ে তার পায়ে। ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান ক্রোয়েশিয়ার এই ফরোয়ার্ড।