আয়াক্স ম্যাচেও বার্সার ভাবনায় ক্লাসিকো

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে আছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। কিন্তু আয়াক্সের বিপক্ষে ম্যাচটাকে সান্তিয়াগো বার্নাবেউতে ‘ক্লাসিকো’র প্রস্তুতি হিসেবে দেখছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 09:23 AM
Updated : 20 Oct 2014, 09:23 AM

বার্সেলোনার এমন ভাবনার পেছনে আরেকটা কারণও থাকতে পারে, ইউরোপীয় ফুটবলের একসময়ের পরাশক্তি নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স বর্তমানে যে ছোট মানের দলে পরিণত হয়েছে।

আগামী মঙ্গলবার নিজেদের মাঠ ক্যাম্প নউতে আয়াক্সকে আতিথ্য দেবে লুইস এনরিকের শিষ্যরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়। এর পরেই আগামী শনিবার লা লিগায় রিয়ালের মাঠে খেলবে মেসি-নেইমাররা।

গত শনিবার লিগের নতুন দল এইবারকে ৩-০ গোলে হারিয়ে প্রাথমিক প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছে বার্সেলোনা।

ওই ম্যাচে গোল পেয়েছেন কাতালুনিয়া ক্লাবটির সেরা দুই তারকা মেসি, নেইমার। মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছে এই জুটি। এবারের মৌসুমে এ পর্যন্ত সব ধরণের প্রতিযোগিতা মিলে বার্সেলোনার করা ২৫ গোলের ১৭টি এসেছে লাতিন আমেরিকার ওই দুই তারকার পা থেকে।

তাই সবমিলিয়ে ক্লাসিকোর আগে সঠিক পথেই আছে স্পেনের অন্যতম সফল দলটি।

এইবারের বিপক্ষে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে দলটির আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো আয়াক্স ম্যাচ নিয়ে বলতে গিয়ে ‘ক্লাসিকো’ নিয়েও বললেন।
“আয়াক্সের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ওই ম্যাচের উপর আমাদের পূর্ণ মনোযোগ দিতে হবে। মঙ্গলবার যদি আমরা ভালো না খেলি তাহলে সেটা আমাদের মানসিকতাকে পাল্টে দিতে পারে। তাই আমরা (আয়াক্সের বিপক্ষে) ভালো খেলতে চাই এবং ক্লাসিকোর জন্য প্রস্তুত হতে চাই।"
অবশ্য চারবারের ইউরোপ সেরা আয়াক্সকে বেশি হেলাফেলা করলে পস্তাতে হতে পারে বার্সেলোনাকে। গত বছরের নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই ডাচ দলটির মাঠে ২-১ ব্যবধানে হেরে গিয়েছিল মেসিরা।
তাছাড়া প্রতিযোগিতার এবারের মৌসুমে গত ম্যাচে ফ্রান্সের পিএসজির কাছে ৩-২ গোলে হেরেছে এনরিকের দল। তাই শুধু ক্লাসিকোর জন্যে প্রস্তুতি সেরে নেয়াই নয়, চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারায় ফেরাটাও আয়াক্সের মাঠে অন্যতম লক্ষ্য হবে বার্সেলোনার।
দুই ম্যাচ শেষে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা আয়াক্সের পয়েন্ট ২।
৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। একই দিনে গ্রুপের অন্য ম্যাচে সাইপ্রাসের দল আপোয়েলের বিপক্ষে খেলবে ফরাসি চ্যাম্পিয়নরা।