তত্তির রেকর্ড গড়া গোল

ম্যানচেস্টার সিটির সঙ্গে ড্র ম্যাচে দারুণ এক রেকর্ড গড়লেন ফ্রান্সেসকো তত্তি। রায়ান গিগসকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি বয়সী গোলদাতা হয়ে গেছেন এএস রোমার এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 09:30 AM
Updated : 1 Oct 2014, 09:30 AM

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডে ১-১ গোলে ড্র হয় সিটি-রোমার ম্যাচটি।

পেনাল্টি থেকে সের্হিও আগুয়েরোর গোলে ম্যাচের শুরুর দিকেই এগিয়ে যায় সিটি। তবে ম্যাচের ২৩তম মিনিটে অসাধারণ এক চিপ থেকে সিটি গোলরক্ষক জো হার্টের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান তত্তি। এই গোলটিই তাকে জায়গা করে দেয় চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড বইয়ে।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি বয়সী গোলদাতা ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের গিগস। ৩৭ বছর ২৮৯ দিন বয়সে গোল করেছিলেন তিনি। আর তত্তির গোলটি ৩৮ বছর ৩ দিন বয়সে।

গিগস রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন ইতালির সাবেক স্ট্রাইকার ফিলিপ্পো ইনজাগির কাছ থেকে। এসি মিলানের সাবেক তারকা ইনজাগি গোল করেছিলেন ৩৭ বছর ৮৭ দিন বয়সে।

সিটির বিপক্ষে গোলের একটি খরাও কাটল তত্তির। রোমার হয়ে ২২ বছরের ক্যারিয়ারে ইংল্যান্ডের মাটিতে এই প্রথম গোল পেলেন তিনি।

রোমার যুব দল থেকে ১৯৯২ সালে মূল দলে নাম লেখানো তত্তি ইতালির ক্লাবটির হয়ে ৫৬৫টি ম্যাচ খেলেন। চ্যাম্পিয়ন্স লিগে তার গোল সংখ্যা এই নিয়ে ১৭টি।