মিলানে বালোতেল্লির বিকল্প তোরেস

দুই বছরের জন্য ধারে চেলসি থেকে এসি মিলানে নাম লেখাতে যাচ্ছেন ফের্নান্দো তোরেস। মারিও বালোতেল্লির বিকল্প হিসেবেই তাকে দলে টানতে যাচ্ছে ইতালির সেরি আর ক্লাবটি।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 09:24 AM
Updated : 30 August 2014, 11:04 AM

সবকিছু ঠিক থাকলে শনিবারই মেডিকেল পরীক্ষা হওয়ার কথা তোরেসের।

২০১১ সালে লিভারপুল থেকে ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে চেলসিতে যোগ দেন তোরেস। কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতে সময় মোটেই ভালো কাটেনি আতলেতিকো মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ডের।

চেলসির হয়ে লিগে ১১০ ম্যাচ খেলে মাত্র ২০টি গোলই পান তোরেস।

এ মৌসুমেই তোরেসের স্বদেশি দিয়েগো কস্তাকে দলে টানেন চেলসির কোচ জোসে মরিনিয়ো। পুরানো ঠিকানায় ফিরে আসেন কোত দি ভোয়ার (আইভরি কোস্ট) ফরোয়ার্ড দিদিয়ের দ্রগবাও। সব মিলিয়ে চেলসি দলে তোরেসের জায়গা নড়বড়ে হয়ে পড়ে।

সম্প্রতি মারিও বালোতেল্লি লিভারপুলে চলে যাওয়ায় সেরি আর পড়তি পরাশক্তি মিলানেরও একজন ফরোয়ার্ড নেয়া জরুরি হয়ে পড়ে। বালোতেল্লির অভাব তোরেসকে দিয়েই মেটাতে চায় তারা।