রিয়াল ছেড়ে ম্যান ইউতে দি মারিয়া?

ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী আর্জেন্টিনার ফরোয়ার্ড আনহেল দি মারিয়ার পরবর্তী ঠিকানা হতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল মাদ্রিদ থেকে তাকে দলে টানতে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রান্সফার ফির রেকর্ড ভাঙতে যাচ্ছে বলেও দাবি করেছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2014, 07:51 AM
Updated : 24 August 2014, 08:14 AM

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দি মারিয়ার জন্য ৫ কোটি পাউন্ডের বেশি দিতে যাচ্ছে ইউনাইটেড। ২০১১ সালে লিভারপুল থেকে স্পেনের স্ট্রাইকার ফের্নান্দো তোরেসকে নিতে ৫ কোটি পাউন্ড খরচ করেছিল চেলসি।   

দি মারিয়া রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলেন ২০১০ সালে। বেনফিকা থেকে তাকে দলে টানতে ২ কোটি পাউন্ড খরচ করেছিল রিয়াল। এ বছর চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের দশম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আর্জেন্টিনার ফরোয়ার্ড। ফাইনালের সেরা খেলোয়াড়েরও পুরস্কার জেতেন তিনি।

রিয়াল মাদ্রিদ ব্রাজিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হামেস রদ্রিগেসকে নিয়ে আসার পরই গুঞ্জন শুরু হয় দি মারিয়া সান্তিয়াগো বার্নাবেউ ছাড়তে যাচ্ছেন। স্পেনের সুপার কাপের ম্যাচের আগে কোচ কার্লো আনচেলত্তি জানান, আর্জেন্টিনার এই ফরোয়ার্ড রিয়াল ছাড়তে চাইছেন।

গুঞ্জনের পালে জোর হাওয়া লাগে গত শুক্রবার স্পেনের সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচের পর। এই ম্যাচে দি মারিয়াকে দলে রাখেননি আনচেলত্তি। এরপরই ইংল্যান্ডের পত্রিকা দ্য ডেইলি মেইল প্রতিবেদন ছাপে, এরই মধ্যে দি মারিয়া ইউনাইটেডের কোচ লুইস ফন গালের সঙ্গে কথা বলে ফেলেছেন।

এখানেই থেমে থাকেনি মেইল। ইউনাইটেড দি মারিয়াকে জর্জ বেস্ট, এরিক কাতেঁনাআর ডেভিড বেকহামের পরা বিখ্যাত ৭ নম্বর জার্সিটাও দিতে যাচ্ছে বলে জানায় তারা।

তবে ডি মারিয়াকে নেওয়ার বিষয়ে ইউনাইটেড কোনো মন্তব্য করেনি।