কে হচ্ছেন আর্জেন্টিনার কোচ?

লিওনেল মেসিদের ছেড়ে যাচ্ছেন আলেহান্দ্রো সাবেইয়া। শূন্য হতে চলা পদের জন্য আর্জেন্টিনাকে নতুন কোচ খুঁজতে হবে। এ নিয়ে এরই মধ্যে গুঞ্জন চলছে সেদেশের সংবাদমাধ্যমে-কে হবেন আর্জেন্টিনার পরবর্তী কোচ?

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2014, 06:53 AM
Updated : 30 July 2014, 07:01 AM

আপাতত দুজনের নামই আসছে সংবাদমাধ্যমে, কলম্বিয়ার কোচ হোসে পেকারমান ও বার্সেলোনার সাবেক কোচ জেরার্দো মার্তিনো।

ব্রাজিল বিশ্বকাপে কলম্বিয়াকে কোয়ার্টার-ফাইনালে তোলা পেকারমানই আর্জেন্টিনার কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। জার্মানিতে ২০০৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন তিনি।

তবে কলম্বিয়ার কোচের পদ তিনি ছাড়বেন কিনা, এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাননি আর্জেন্টিনার এই কোচ।

জেরার্দো মার্তিনো

এ কারণেই আবার মার্তিনোর নামটি আসছে। তবে বার্সেলোনায় মেসি-মাসচেরানোদের এই কোচ গত মৌসুমে ক্লাবটিকে ভালো কিছু এনে দিতে পারেননি বলে চাকরি হারান। আপাতত তিনি কোথাও নেই। ২০১০ বিশ্বকাপে প্যারাগুয়ের কোচ ছিলেন তিনি।

আর্জেন্টিনার সামনে এখন ২০১৫ সালের কোপা আমেরিকা। ডুসেলডর্ফে ৩ সেপ্টেম্বর জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে চিলিতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করবে আর্জেন্টিনা।

এর পর অক্টোবরে এশিয়া সফরে চীনে ব্রাজিল ও হংকংয়ে হংকংয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা।

সব মিলিয়ে সাবেইয়ার বিকল্প দ্রুতই বেছে নিতে হবে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে।