রিয়ালে নাম লেখালেন রদ্রিগেস

ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলে বড় বড় ক্লাবগুলোর নজর কেড়েছিলেন হামেস রদ্রিগেস। শেষ পর্যন্ত স্পেনের রিয়াল মাদ্রিদই কিনে নিল ‘গোল্ডেন বুট’ জয়ী এই মিডফিল্ডারকে। কলম্বিয়ার এই তারকার সঙ্গে ছয় বছরের চুক্তি করেছে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 12:48 PM
Updated : 22 July 2014, 01:26 PM

ফরাসি ক্লাব মোনাকো থেকে রদ্রিগেসকে কেনার খবরটি মঙ্গলবার নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

২৩ বছর বয়সী রদ্রিগেসকে কিনতে কি পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে তা অবশ্য দুই দলের কেউই জানায়নি। তবে গণমাধ্যমের খবর, বিশ্বকাপের চমক রদ্রিগেসকে দলে আনতে ৮ কোটি ইউরো গুণতে হয়েছে রিয়ালকে।

টাকার অঙ্ক সঠিক হলে ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় গ্যারেথ বেল, ক্রিস্তিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেসের পর রদ্রিগেসের নাম থাকবে চার নম্বরে।

বিশ্বকাপে পাঁচ ম্যাচে ছয় গোল করেন রদ্রিগেস। এর মধ্যে উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে ভলি থেকে করা তার গোলটি বিশ্বকাপের সেরা নির্বাচিত হয়।

২০১০ সালে পর্তুগালের ক্লাব পোর্তোয় যোগ দিয়ে ইউরোপীয় ফুটবলে পা রাথে রদ্রিগেস। ওই দলটির হয়ে টানা তিনবার পর্তুগিজ লিগ জেতার পর গত বছর মোনাকোতে যোগ দেয় রদ্রিগেস।