প্রতিশোধ নিয়ে ফাইনালের পথে রিয়াল

আর্জেন্টিনার মিডফিল্ডার আনহেল ডি মারিয়ার দারুণ নৈপুণ্যে কোপা দেল রের ফাইনাল এখন অনেকটাই নিশ্চিত রিয়াল মাদ্রিদের। প্রথম সেমিফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2014, 02:42 AM
Updated : 6 Feb 2014, 11:14 AM

এই জয়ের ফলে গত মৌসুমের ফাইনালে হারের প্রতিশোধও নিল রিয়াল। সেবার আতলেতিকোর কাছে ২-১ গোলে হেরেছিল রোনালদোরা। শুধু ঐ ফাইনাল-ই নয়, গত সেপ্টেম্বরে লা লিগায় ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে ১-০ গোলে হেরেছিল রিয়াল।  

গোলের পর রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের উল্লাস

পেপেকে ঘিরে রোনালদোদের উদযাপন।

অন্যদিকে, রিয়াল ও বার্সেলোনাকে হটিয়ে লা লিগায় শীর্ষে থাকা আতলেতিকো ২৫তম ম্যাচে প্রথম পরাজয়ের স্বাদ পেলো।

বুধবার রাতের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ফরোয়ার্ড গ্যারেথ বেলের চোট কাটিয়ে ফেরার কথা থাকলেও মাঠে নামেননি তিনি। তাছাড়া সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো থাকলেও তেমন জ্বলে উঠতে পারেননি। তবে তাতে মাঠে আধিপত্য ধরে রাখতে কোনো সমস্যা হয়নি স্বাগতিকদের।

সান্তিয়াগো বার্নাবেউয়ে পর্তুগিজ ডিফেন্ডার পেপের গোলে প্রথম এগিয়ে যায় রিয়াল। ১৭ মিনিটে ডি মারিয়ার পাসে তার নেয়া দুর্দান্ত এক শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে বল জালে জড়ায়। ঐ এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

রোনালদো ও দিয়েগো কস্তার কেউই গোল পাননি।

গোল করে ডি মারিয়ার উচ্ছ্বাস।

বিরতির পর আরো আক্রমণাত্নক হয়ে ওঠে রিয়াল। ফলে ৫৭ মিনিটে ব্যবধানও বাড়ায় তারা। আবারো সহায়কের ভূমিকায় মারিয়া। তার দারুণ এক থ্রু ধরে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন স্ট্রাইকার জেসে রদ্রিগেস।

আর ৭৩ মিনিটে রিয়ালের তৃতীয় গোলটি ডি মারিয়ার জোরালো এক শটের ফল।

‘কিংস কাপ’ নামে পরিচিত এই প্রতিযোগিতায় অপর সেমি-ফাইনালের প্রথম লেগে ক্যাম্প নউতে বার্সেলোনা ২-০ গোলে হারায় রিয়াল সোসিয়েদাদকে।

এর আগে ২০১১ সালে প্রতিযোগিতাটির ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-রিয়াল। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে সেবার শিরোপা জিতেছিল রিয়াল। সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে কোনো অঘটন না ঘটলে আগামী ১৯ এপ্রিলের ফাইনালে আবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।