চেলসির হয়ে সব শিরোপা জিততে চান লুইস

নতুন মৌসুমে চেলসির হয়ে সম্ভাব্য সব শিরোপা জিততে চান দাভিদ লুইস। বড় একটি ক্লাবের হয়ে খেললে উচ্চাকাঙ্ক্ষা থাকা দরকার বলে মত ব্রাজিলের এই  ডিফেন্ডারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2017, 01:08 PM
Updated : 15 July 2017, 01:08 PM

আন্তোনিও কোন্তের অধীনে প্রথম মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় চেলসি। এবার এই শিরোপা ধরে রাখার লক্ষ্যে খেলবে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি। তবে এক লিগ শিরোপাতেই সন্তুষ্ট থাকতে চান না লুইস।

ঘরোয়া ফুটবলে আরও শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ না জেতার কোনো কারণ দেখছেন না তিনি। চেলসির অফিসিয়াল ওয়েবসাইটে লুইস বলেন, "যখন বড় একটি ক্লাবের হয়ে খেলবেন তখন আপনার উচ্চাশা থাকতে হবে।"

"চেলসি সব প্রতিযোগিতায় খেলে এবং আমরা সব প্রতিযোগিতাই জয়ের চেষ্টা করি। তাই, এটা আমার উচ্চাশাও। আমরা সবকিছু জেতার চেষ্টা করবো।" 

এক বছরের মধ্যে জাতীয় দলের হয়ে গত মাসে প্রথম মাঠে নামেন লুইস, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ৪-০ গোলে জিতেছিল ব্রাজিল।