নেইমার বিশ্বসেরা হবে: কাফু

ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার কাফুর মতে, বার্সেলোনা স্ট্রাইকার নেইমার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে বিশ্বের সেরা খেলোয়াড় হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2017, 02:27 PM
Updated : 18 Jan 2017, 02:27 PM

মৌসুমের পর মৌসুম ধরে ক্লাব ও ব্যক্তিগত পর্যাযের পুরস্কারগুলো জিতে আসছেন সময়ের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। গত ৯ বছরে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারগুলো তারা দুজন ছাড়া আর কেউ জেতেনি। এবার বার্সেলোনা তারকাকে হারিয়ে ব্যালন ডি'অর ও ফিফার বর্ষসেরার পুরস্কার জেতেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

কাফুর বিশ্বাস, ২৪ বছর বয়সী নেইমারও একদিন বিশ্বের সেরা ফুটবলার হবে।

নেইমারের খেলায় কিসের অভাব - এমন এক প্রশ্নের জবাবে কাফু বলেন, "একটু ধারাবাহিকতা দরকার।"

"ধারাবাহিকতা ধরে রাখতে পারলে কয়েক বছরের মধ্যে নেইমার বিশ্বসেরা হবে। এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।"

এবারের মৌসুমে নেইমারের শুরুটা আশানুরূপ হয়নি। বার্সার হয়ে সব ধরণের প্রতিযোগিতায় মাত্র সাতটি গোল করেছেন তিনি।

এই ফরোয়ার্ড এবার ১৪টি লা লিগা ম্যাচ খেলে মাত্র চারটি গোল করেছেন। গত অক্টোবর থেকে প্রতিযোগিতাটিতে কোনো গোলের দেখা পাচ্ছেন না।

গত সপ্তাহে কোপা দেল রের শেষ ষোলোর ফিরতি লেগে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন নেইমার।