মিশ্র দ্বৈতের শেষ আটে এনায়েত-নাবিলা, তুষার-রত্না

বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টনের মিশ্র দ্বৈতের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন এনায়েত উল্লাহ-নাবিলা আক্তার ও তুষার রায়-এরিনা পারভীন রত্না জুটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2016, 03:17 PM
Updated : 7 Dec 2016, 03:17 PM

পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বুধবার সেরা ষোলোর ম্যাচে এনায়েত-নাবিলা ২১-১৭, ২১-৮ ব্যবধানে নেপালের দিপেশ ধামী-সুনাইনা মুখিয়া জুটিকে হারান। তুষার-রত্না জুটি নেপালের নবিন শ্রেষ্ঠা-জেসিকা গুরংকে হারান।

মিশ্র দ্বৈত থেকে ছিটকে গেছেন বাংলাদেশের আল আমিন-রেহেনা পারভীন, মোহাম্মদ মিনহাজ-বৃষ্টি খাতুন, সাইফ উদ্দিন-দুলালি হালদার ও এনামুল হক চৌধূরী-শাপলা আখতার জুটি।

মেয়েদের এককের সেরা ষোলোর লড়াই থেকে ছিটকে গেছেন দুলালি ও বৃষ্টি। ভিয়েতনামের থি পুয়ং থুইয়ের কাছে ২১-৮, ২১-১২ গেমে হেরেছেন বৃষ্টি। দুলালি ভারতের ঋতুপর্ন দাসের কাছে হেরেছেন ২১-৯, ২১-৮ ব্যবধানে। এ রাউন্ড থেকে ছিটকে গেছেন নাবিলাও।

ছেলেদের এককে কোয়ার্টার-ফাইনালে ওঠা হয়নি সালমান খান ও এনামুল হকের। ভারতের কিরণ কুমারের কাছে ২১-১৬, ২১-১৪ ব্যবধানে সালমান ও নেপালের রনজিত তামাংয়ের কাছে ২১-৭, ২১-১৯ ব্যবধানে হেরেছেন এনামুল।