মেসির সুস্থতা কামনায় প্রতিপক্ষও

চোটে পড়া লিওনেল মেসি পাশে পাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগের প্রতিপক্ষকেও। বার্সেলোনা তারকার দ্রুত আরোগ্য কামনা করেছে বরুসিয়া মনশেনগ্লাডবাখ। সমবেদনা জানানো জার্মানির ক্লাবটিকে ধন্যবাদ জানাতে দেরি করেননি আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2016, 07:42 AM
Updated : 23 Sept 2016, 08:27 AM

গত বুধবার রাতে কাম্প নউয়ে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার ১-১ গোলে ড্র ম্যাচের ৫৯তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। ম্যাচ শেষে ক্লাবের ওয়েবসাইটে মেসির কুঁচকির মাংসপেশি ছিড়ে যাওয়ার খবর দেয় বার্সেলোনা। চোটের কারণে লিগে স্পোর্তিং গিহন ও সেল্তা ভিগো এবং চ্যাম্পিয়ন্স লিগে মনশেনগ্লাডবাখের বিপক্ষে মাঠে খেলা হবে না পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের।

মেসিকে সমবেদনা জানিয়ে মনশেনগ্লাডবাখ টুইট করে, “কি দুর্ভাগ্য! বরুসিয়া পার্কে বুধবার এফসি বার্সেলোনার সঙ্গে তোমাকে দেখতে পারলে আমরা খুশিই হতাম। সেরে ওঠো লিওনেল মেসি।”

ফেইসবুকে মেসিও মনশেনগ্লাডবাখকে ধন্যবাদ জানাতে দেরি করেননি।

“বরুসিয়া মনশেনগ্লাডবাখকে অনেক ধন্যবাদ তাদের সমর্থন জানানো বার্তার জন্য। এটা  ক্লাবটির আসলেই চমৎকার এক আচরণ।”

“অবশ্যই আমিও তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে শুভকামনা জানিয়েছেন। আরও শক্তিশালী হয়ে ফেরার আগে এখন আমাকে কিছু দিন বিশ্রামে থাকতে হবে। সবাইকে আলিঙ্গন।”