রিও অলিম্পিক থেকে রাশিয়াকে বহিষ্কার করছে না আইওসি

রিও দে জেনেইরো অলিম্পিক থেকে রাশিয়াকে পুরোপুরি বহিষ্কার করছে না আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2016, 03:29 PM
Updated : 24 July 2016, 03:29 PM

আগামী ৫ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া এবারের অলিম্পিকে দেশটির সব প্রতিযোগীকে ঢালাওভাবে বাদ দেওয়ার পরিবর্তে সিদ্ধান্তের ভারটা আলাদা আলাদা ক্রীড়ার নিয়ন্ত্রক সংস্থার উপর ছেড়ে দিয়েছে আইওসি।

২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাশিয়ার অনেক অ্যাথলেট ডোপিংয়ে জড়িয়ে পড়ে বলে প্রতিবেদনে প্রকাশ হয়। রাশিয়ার অ্যাথলেটিক্স ফেডারেশনকে নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশন (আইএএএফ)। পরে তাদের উপর নিষেধাজ্ঞা বহাল রাখে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)। ফলে রিও অলিম্পিকে অংশ নিতে পারবে না রাশিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলেটরা।

ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) রিও অলিম্পিক থেকে দেশটির সব প্রতিযোগীর অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দিয়েছিল।